সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ক্যান্সার ধরা পড়বে রক্ত পরীক্ষায়


প্রকাশিত:
২ জুন ২০১৮ ১২:৫২

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:০৭

ক্যান্সার ধরা পড়বে রক্ত পরীক্ষায়

ক্যান্সার ধরা পড়ার আগেই কিছু লক্ষণ দেখা দেয়। তবে এসব লক্ষণ দেখা দেওয়ার আগে কেবল রক্ত পরীক্ষার মাধ্যমেই মিলতে পারবে শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কি না?



এই ধরণের পরীক্ষার নাম ‘লিক্যুয়েড বায়োসপি’। এর মাধ্যমে ক্যান্সার কোষের ডিএনএ পরীক্ষায় মাধ্যমে ক্যান্সারের উপস্থিতি আছে কি না তা দেখা যাবে। ইতোমধ্যে এ ধরণের পরীক্ষার মাধ্যমে ১০টি ক্যান্সার শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা।



যুক্তরাষ্ট্রের ক্লেভেল্যান্ড ক্লিনিকের গবেষক ড. এরিক ক্লেইন গবেষণা কর্মের নেতৃত্ব দেন। বিশ্বে ক্যান্সার বিষয়ক আলোচনার সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে শিকাগোতে। ওই সম্মেলনেই বিষয়টি উপস্থাপিত হবে বলে জানা গেছে। 



বলা হচ্ছে, বেশিরভাগ ক্যান্সারই প্রাথমিক স্টেজে ধরা পড়ে। তবে তাদের প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এখনো পর্যন্ত ওই ধরণের পরীক্ষা চালু হয়নি। গবেষকরা বলছেন, খুব শিগগিরই তারা এই ধরণের একটি পরীক্ষায় পৌঁছাতে পারবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top