সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন নতুন ডেঙ্গু রোগী


প্রকাশিত:
১২ নভেম্বর ২০১৯ ০৪:৫৫

আপডেট:
১০ মে ২০২৪ ১১:০১

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন নতুন ডেঙ্গু রোগী

প্রভাত ফেরী ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে (১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন রোগী। এর আগের ২৪ ঘণ্টায় ( নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সংখ্যা ছিল ১১৮। আজ (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এই তথ্য জানায়।



চলতি বছরের শুরু থেকে পর্যন্ত মোট ৯৭ হাজার ৯২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৯৬ হাজার ৯২৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এই হিসাবে ৯৯ শতাংশ রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।



কন্ট্রোল রুম জানায়, গত নভেম্বর হাসপাতালে ভর্তি হন ১৯৮ জন ডেঙ্গু রোগী, নভেম্বর ১৮৪ জন, নভেম্বর ১৮৯ জন, নভেম্বর ১৭৪ জন এবং নভেম্বর ১৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হন।



কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪৭ জন। সারাদেশে হাসপাতালে মোট ভর্তি আছেন ৭৫৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৩৪৭ জন, ঢাকার বাইরে ৪০৮ জন।



কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৫৬ জন, ঢাকার বাইরে ৭২ জন। আগের দিন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকার ভেতরে ছিল ৪৮, ঢাকার বাইরে ছিল ৭০ জন।



এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেথ রিভিউ কমিটি ১১২টি ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top