সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


কারাগারে ২০০ ডাক্তার নিয়োগ চেয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ১১:৫১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৩:১৪

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: দেশের ৬৪ কারাগারে জরুরি ভিত্তিতে প্রেষণে পদায়নের জন্য ২০০ চিকিৎসকের তালিকা চেয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব উম্মে রেহানা স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক চিঠির বরাত দিয়ে বলা হয়, দেশের ৬৪ কারাগারে চিকিৎসক পদায়নের বিষয়টি জরুরি। চিকিৎসকের অভাবে কারাগারে মানবেতর জীবন যাপন করছেন বন্দিরা। ইতিপূর্বে এক চিঠিতে কারা হাসপাতালগুলোতে প্রেষণে চিকিৎসা প্রদানের জন্য ৩৩ দিনের মধ্যে ২০০ চিকিৎসকের একটি তালিকা চেয়ে পাঠালেও স্বাস্থ্য অধিদফতর থেকে এ-সংক্রান্ত তথ্য পাঠানো হয়নি।

জানা যায়, কারা চিকিৎসকের অনুমোদিত পদের সংখ্যা ১৪১টি, এর বিপরীতে কমর্রত রয়েছেন মাত্র ১০ জন। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রেষণে বদলির মাধ্যমে কারা চিকিৎসক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। তাই সরাসরি বা চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ নেই।

প্রসঙ্গত, দেশে বর্তমানে মোট ৬৮ কারাগার রয়েছে। এর মধ্যে ১৩টি কেন্দ্রয়ীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার। এসব কারাগারে বন্দি ধারণক্ষমতা ৪০ হাজার ৬৬৪ জন। অথচ কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের রোগ-ব্যাধিতে ভোগেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top