সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


প্রাণঘাতী করোনা নিয়ে ভারতের বিখ্যাত ডাক্তার দেবী শেঠীর পরামর্শ 


প্রকাশিত:
১৯ মার্চ ২০২০ ১৯:৫৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১১:৩৫

ফাইল ছবি

প্রভাত ফেরী: বর্তমান বিশ্বে মহামারি আকারে রুপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।  ইতিমধ্যে এ ভাইরাসে  বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবারে নতুন করে মোট ১৭ জন রোগী ইতিমধ্যে শনাক্ত হয়েছে।অস্ট্রেলিয়াও এটি দিনে দিনে বেড়ে চলেছে। দেশটিতে ইতিমধ্যে মারা গেছে ৬জন। আক্রান্ত প্রায় ৭০০ এর কাছাকাছি।

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। করোনার অন্যতম একটি উপসর্গ হচ্ছে জ্বর। কিন্তু জ্বর হলেই করোনাভাইরাসের পরীক্ষা না-করার পরামর্শ দিয়েছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। তার মতে, অতিরিক্ত পরীক্ষা ভবিষ্যতে বিপদ বাড়াবে। কেননা চাহিদার তুলনায় করোনার পরীক্ষার কিট অপ্রতুল।

সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত এই চিকিৎসকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি শিক্ষিত সমাজের প্রতি আবেদন জানিয়েছেন- গুরুতর উপসর্গ প্রকাশ না-পেলে, শুধু মনের ভয় দূর করার জন্য যেন কেউ করোনা পরীক্ষা না করে। বরং আগে নিজের উপসর্গগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং খারাপ কিছু মনে হলে, তারপর পরীক্ষা করাতে হবে।

এই বিশিষ্ট চিকিৎসক বলেন, যদি কারো ফ্লু বা সর্দি থাকে, প্রথমে নিজেকে আইসোলেশন করে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। প্রথম দিন শুধু ক্লান্তি আসবে। তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে। সঙ্গে কাশি ও গলায় সমস্যা হবে। পঞ্চম দিন পর্যন্ত মাথায় যন্ত্রণা হবে। পেটের সমস্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথার যন্ত্রণা কমতে থাকবে। তবে পেটের সমস্যা থেকেই যাবে। অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরোধক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা-আশঙ্কা নেই।

এই চিকিৎসক সবশেষে পরামর্শ দিয়েছেন, এক্ষেত্রে আপনার করোনা পরীক্ষার প্রয়োজন নেই। কারণ শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরো খারাপ হয়, করোনা-হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করিয়ে নিতে হবে।

সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top