সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


গরমে ঠাণ্ডা থাকতে উপকারী ৮ খাবার


প্রকাশিত:
১০ জুলাই ২০১৮ ১৫:০৩

আপডেট:
২০ মে ২০২৪ ২২:২৬

গরমে ঠাণ্ডা থাকতে উপকারী ৮ খাবার

বর্তমান সময়ে অতিরিক্ত গরমে সকলে দিশেহারা। তীব্র গরমে তাই চলাফেরা অনেক কষ্ট হয়ে পরেছে। এই গরমে সবকিছুর সাথে খাবার দাবারের দিকে। বিশেষ মনোযোগ দিতে হবে। অতিরিক্ত গরমে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আবার গরমে অনেক খাবারই দ্রুত নষ্ট হয়ে যায়। এ জন্য খাবার রান্না ও পরিবেশনে বিশেষ মনোযোগ দরকার। প্রচণ্ড রৌদ্রে রয়েছে হিটস্ট্রোকের ঝুঁকি। সব মিলিয়ে কঠিন সময় অপেক্ষা করছে গরমে। কিন্তু এ আটটি খাবার আপনার গরম কালকে আরামপ্রদ করে দেবে।





১. ডাবের পানি



এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যা শরীরে পানির মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে এনার্জি বাড়াতেও সাহায্য করে। তাই গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের পানি পান করুন।



২. লেবু-পানি



তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংক না খেয়ে, লেবু-পানি পান শুরু করুন। গরমের সময় শরীরকে সতেজ রাখতে এটি খুবই সহায়ক।



৩. দই



গরমকালে খুবই উপকারী খাবার হচ্ছে, টক দই। কারণ এতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



৪. শসা



পানি এবং ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়ক শসা। এটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।



 



৫.তরমুজ



তরমুজ পানীয় ফল। তাই গরমে অবশ্যই খেতে হবে তরমুজ। গরমের সময় মাত্রাতিরিক্ত ঘাম হওয়ায় শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে ডিহাইড্রেশনের আশংকা বাড়ে। তরমুজ এই পানির ঘাটতি দূর করে



৬. সবুজ শাকসবজি



এই ধরনের খাবারে ফাইবার এবং পানির মাত্রা খুব বেশি পরিমাণে থাকে। তাই প্রত্যেকবার খাবারের সঙ্গে অল্প করে সবজি খেলে শরীরে পানির মাত্রা কমে যাওয়ার আশংকা কমে। সেই সঙ্গে শরীরও চাঙ্গা হয়ে ওঠে।



 



৭. পুদিনা পাতা



শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতা কার্যকরী। খাবারের সঙ্গে পুদিনা পাতা খেলে শরীর ভালো থাকে।



৮. হালকা খাবার খান



গরমকালে খাবার হজম হতে সমস্যা হয়। তাই এই সময় হালকা খাবার খাওয়াই ভালো। বেশি ঝাল-মশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন। শরীর ঠিক রাখতে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top