চীনে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহত ১৮, আহত ১৮৯
প্রকাশিত:
১৪ জুন ২০২০ ২২:০৮
আপডেট:
১৪ জুন ২০২০ ২২:১১

প্রভাত ফেরী: চীনের একটি মহাসড়কে তেলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ১৮ জন নিহত ও ১৯০ জন আহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
শনিবার পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েললিং শহরের কাছে একটি হাইওয়েতে তেলের ট্যাংকারটি বিস্ফোরিত হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সরকার জানায়, বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে। হাইওয়ের পাশে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকটি কারখানা ছিল। বিস্ফোরণের তীব্রতায় সেগুলোও গুঁড়িয়ে যায়। চারদিকে ঢেকে যায় কালো ধোঁয়ায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্যাংকার বিস্ফোরণের পর আগুনের এক একটা বিশালাকার গোলা বিকট শব্দে ওপরে উঠতে থাকে। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। লোকজন প্রাণভয়ে পালাতে থাকে।
আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর একটা বড় টুকরো উড়ে গিয়ে আশপাশের বাড়ির সামনে মুখ থুবড়ে পড়ছে। বিস্ফোরণস্থলের কাছাকাছি থাকা একাধিক ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ট্যাংকার বিস্ফোরণে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন ১৮৯ জন।
বিস্ফোরণে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে আটকে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।
চীনের প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা খুব কম। সরকারি তথ্য অনুসারে, ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ওই বছর ট্রাফিক আইন লঙ্ঘনকে ৯০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
২০১৯ সালে চীনের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে অন্তত ৩৬ জন নিহত হন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: