সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


নিউজিল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশংকা - সারা দেশ লেভেল ২ এর আওতায়


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২০ ২০:৫৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০১:৪৬

ছবিঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন

 

রিপোর্টঃ মু: মাহবুবুর রহমান, নিউজিল্যান্ড থেকে

গত ১০২ দিন নিউজিল্যান্ডে কোনো কমিউনিটি লেভেল বা স্থানীয়ভাবে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। তবে আজ খারাপ সংবাদ জানালো নিউজিল্যান্ড প্রশাসন। বিশেষ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন ও স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক অ্যশলে ব্লুমফিলড ঘোষণা করেন যে আগামী শুক্রবার (১৪ ই আগস্ট) পর্যন্ত সারা নিউজিল্যান্ড এলার্ট লেভেল ২ এবং অকল্যান্ড লেভেল ৩ এর আওতায় থাকবে।

করোনা থেকে বাঁচতে ৪ (চার) ধরণের এলার্ট লেভেল (Alert level) এর ঘোষণা দিয়েছিলো নিউজিল্যান্ড। যেখানে লেভেল ১ প্রস্তুতি এবং লেভেল ৪ হলো লকডাউন আর লেভেল ২ ও  লেভেল ৩ হলো মধ্যবর্তি অবস্থা। সেই লেভেল অনুযায়ি নতুন এ ঘোষণা এলো। অকল্যান্ডে একই পরিবারের চারজন যারা বিদেশ থেকে আসেননি তারা করোনাভাইরাসে সংক্রমিত হবার পর এমন ঘোষণা আসলো।

মার্চে যখন বিশ্বে থাবা বসিয়েছে করোনা সেই সময় থেকেই কড়া লকডাউন বিধি আরোপ করা হয়েছিল নিউজিল্যান্ডে। তাতে সফলতাও পেয়েছিলো দেশটি। আর গত ৮ই মার্চ তো নিউজিল্যান্ডকে করোনা মুক্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন। পরবর্তীতে নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্য বিমান পরিষেবা চালু করলে  আবার করোনা সংক্রমণ ধরা পড়তে শুরু করে। তাঁদের সঠিকভাবে কোয়ারেন্টিনে রেখে পরিস্থিতি সামলেছে দেশটি। কিন্তু এবার কমিউনিটি টান্সমিশণ ধরা পড়ার পর করোনা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হলো।

এদিকে নিউজিল্যান্ডের পড়শি দেশ অস্ট্রেলিয়াতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। মেলবোর্নে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে ১০২ দিন করোনা মুক্ত থাকার পর ১২ই আগস্ট দুপুর ১২ টা থেকে সারা নিউজিল্যান্ডে আবার কার্যকর হচ্ছে করোনা সতর্কতামূলক লেভেল ২ এবং অকল্যান্ডে লেভেল ৩। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top