সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ইসরাইলি ষড়যন্ত্র প্রতিহত করতেই হামাসের সঙ্গে হাত মিলিয়েছে ফাতাহ


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:১৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:০১

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: শনিবার (২৬ সেপ্টেম্বর) ফাতাহ আন্দোলনের উপপ্রধান মাহমুদ আলাওল পশ্চিম তীরে এক বক্তব্যে বলেন, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে হামাসের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। খবর রেডিও তেহরান’র।
তিনি বলেন, আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে যেকোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনার বাস্তবায়ন রুখতে ফিলিস্তিনি সংগ্রামি দলগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসের সঙ্গে হাত মিলিয়েছে ফাতাহ।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে শহরে এক বৈঠকে মিলিত হয়।
বৈঠক শেষে এক বিবৃতিতে ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষা ও তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে হামাস ও ফাতাহ ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে বলে জানানো হয়। বিবৃতিতে জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির ওপর অটল থাকার ঘোষণা দেয়া হয়।
এ সম্পর্কে ফাতাহ আন্দোলনের উপপ্রধান আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যখন আরব দেশগুলো একের পর এক সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছে তখন হামাস ও ফাতাহর মধ্যে ঐক্যের বিকল্প নেই। তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেন।
এদিকে গতকাল (২৬ সেপ্টেম্বর) শনিবার কাতারের রাজধানী দোহায় হামাস ও ফাতাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন। সেখান থেকেও এই দুই প্রতিরোধ আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top