সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


আগামীকাল নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন 


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২০ ২২:৫৭

আপডেট:
১৬ অক্টোবর ২০২০ ২২:৫৮

 

মু: মাহবুবুর রহমান, নিউজিল্যান্ড থেকে
আগামীকাল ১৭ই অক্টোবর (শনিবার) নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয়নির্বাচন। গত ১৯ সেপ্টেম্বরনিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয়ঢেউয়ের কারণে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয় ১৭ই অক্টোবর। 

২০২০ জাতীয় নির্বাচনে নিউজিল্যান্ডে আগাম ভোটগ্রহণ শুরুহয়েছে ৩রা অক্টোবর থেকে। নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটিতে আগাম ভোটদান দিনকে দিন জনপ্রিয় হচ্ছে। ২০১৭ সালের সাধারণ নির্বাচনে আগাম ভোট পড়েছিল  ৪৭ শতাংশ। যা চলতি নির্বাচনে ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। 

এবারের সাধারণ নির্বাচনে ১৭টি দল অংশগ্রহণ করছে। যদিও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জেসিন্ডা আরডর্নের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি ও জুডিথ কলিন্সেরনেতৃত্বাধীন বিরোধীদল ন্যাশনাল পার্টির মধ্যে। তবে জনমত জরিপে এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রীজেসিন্ডা আরডর্ন। 

নির্বাচনপর্যবেক্ষক টিভিএনজেটের জরিপে দেখা গেছে, অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লেবারপার্টি। ৩১ পয়েন্ট নিয়েদ্বিতীয় স্থানে আছে রক্ষণশীল ন্যাশনালপার্টি। সরকার গঠন করতে হলে নিউজিল্যান্ডে একটি দলকে ১২০ আসনের মধ্যে কমপক্ষে ৬১ আসন পেতে হয়। তবে জনমত জরিপের ওপর ভিত্তি করে বলা হচ্ছে, লেবার পার্টি ৫৯টি আসন পেতে পারে। সেক্ষেত্রে লেবার পার্টিকে অন্য একটি দলের সমর্থন নিতে হতে পারে।   

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন জেসিন্ডা আরডার্ন। এছাড়া গত বছর মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা পরবর্তী তাঁর ভূমিকা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এরপরও বিভিন্ন ক্ষেত্রে তাঁর মানবিক গুণাবলীর পরিচয় পাওয়া যায়। আর তাই দেশে ও বিদেশে বেশ জনপ্রিয় জেসিন্ডা আরডার্ন।   

বিশ্লেষকদের মতে ১৭ই অক্টোবরের নির্বাচনে জেসিন্ডা আরডর্নের দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা বেশ প্রবল। অনেকের মতে ৪০ বছর বয়সী জেসিন্ডার জন্য দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরা সময়ের অপেক্ষা মাত্র। যদিও নিউজিল্যান্ডে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে জেসিন্ডার প্রতিপক্ষ ও ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও। ফলে জেসিন্ডার পক্ষে লড়াইটা খুব একটা সহজ হবে একথাও নিশ্চিতভাবে বলা যায় না। 

শেষেএকটি কথা বলে রাখা ভালো, দেশটির এবারের নির্বাচনে বিনোদনের জন্য গাজা সেবনের বৈধতা ও যন্ত্রণামুক্ত মৃত্যু নিশ্চিতে ওষুধ প্রয়োগের বিষয়েও মতামত দেবেন নিউজিল্যান্ডাররা। 

 

মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top