বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাত কোটি ছাড়াল


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ০০:৪১

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০১:০৯

 

প্রভাত ফেরী: সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি সাত লাখ ১১ হাজার তিনশ ৬৮ জন এবং মারা গেছে ১৫ লাখ ৮৮ হাজার দু'শ ৪৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে চার কোটি ৯১ লাখ ৩৯ হাজার পাঁচশ ৫৮ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯৯ লাখ ৮৩ হাজার পাঁচশ ৬৩ জন। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৬০ লাখ ৩৯ হাজার তিনশ ৯৩ জন এবং মারা গেছে দুই লাখ ৯৯ হাজার ছয়শ ৯২ জন। আক্রান্তদের মধ্যে সেরে গেছে ৯৩ লাখ ৩০ হাজার আটশ ৬৫ জন।

আক্রান্তদের মধ্যে এক লাখ ছয় হাজার সাতশ ১০ জনের অবস্থা গুরুতর। সেই হিসেবে গুরুতর অবস্থায় আছে শূন্য দশমিক ৫০ শতাংশ রোগী। বাকি ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও আর্জেন্টিনা।

কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬৯ জনে, মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ১০৯ জন। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৭ শত ৩৫ জন।

অপরদিকে যুক্তরাজ্যের পর বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ কানাডায় ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ এবং বিতরণের অনুমতি দেয়। কানাডার অন্টারিওতে আগামী সপ্তাহ থেকে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হবে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানিয়েছেন, লং টার্ম কেয়ার বা হোম এবং ঝুঁকিপূর্ণ স্থানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা প্রথমে ভ্যাকসিন পাবেন।

ডাগ ফোর্ড বলেন, অন্টারিও প্রদেশ খুবই স্বল্প পরিমানে ভ্যাকসিন পেতে যাচ্ছে। ফলে সীমিত আকারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে হচ্ছে আমাদের। তবে কী পরিমান ভ্যাকসিন অন্টারিও পাচ্ছে তা তিনি উল্লেখ করেননি। টরেন্টো এবং অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেয়া হবে বলে জানান তিনি। গত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর অন্টারিও হচ্ছে প্রথম প্রদেশ যারা এই ভ্যাকসিন প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top