উগান্ডা-কঙ্গো সীমান্তে নৌকাডুবি, নিহত ২৬
প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২০ ২২:২৬
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০১:১৫

প্রভাত ফেরী: আফ্রিকার উগান্ডা এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গোর (ডিআরসি) সীমান্তে অবস্থিত আলবার্ট হ্রদে নৌকা ডুবে অন্তত ২৬ জন মারা গেছেন। খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। আশরাফ ওরোমো নামের এক কর্মকর্তা জানান, নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিল। দুর্ঘটনার পর অন্তত ২১ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এক নৌ কর্মকর্তা জানান, নিরাপত্তার ঘাটতি এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে ওই লেকে প্রায়ই দূর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ঘটনাস্থল থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই। তবে এ দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। ওই নৌকাটিতে কঙ্গো এবং উগান্ডা উভয় দেশের নাগরিকই ছিলেন। দুর্ঘটনায় দু'দেশেরই বেশ কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের ওয়ানগংগো চিফডমের প্রেসিডেন্ট ভিটাল আদুবাংগা বলেন, দুর্ঘটনার দিন সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছিল। কিন্তু দুর্ঘটনা কবলিত নৌকাটি নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী পরিবহন করছিল। তিনি বলেন, ওই নৌকার যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন ব্যবসায়ী। তারা প্রায় প্রতি সপ্তাহেই ব্যবসায়ের কাজে দু'দেশের মধ্যে যাওয়া-আসা করেন।
উল্লেখ্য, লেক আলবার্ট আফ্রিকার সপ্তম বৃহত্তম লেক। এই লেকে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর আগেও ওই লেকে বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ২০১৪ সালে ওই লেকে এক দুর্ঘটনায় আড়াইশ'র বেশি শরণার্থী প্রাণ হারায়। ২০১৬ সালে বড় দিনের উৎসবের সময় নৌকাডুবে ৩০ জনের মৃত্যু হয়। এরা সবাই উগান্ডার একটি ফুটবল টিমের সদস্য ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: