শিয়ালদহে এগোচ্ছে মেট্রো-সুড়ঙ্গ কাটা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২১ ১৯:২২

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:০৯

 


প্রভাত ফেরী: শিয়ালদহ থেকে বউবাজারের দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফিরতি সুড়ঙ্গ কাটার কাজে শেষ ৮০০ মিটার যাওয়ার শুরুটা হয়েছে কচ্ছপ গতিতে।

বৃহস্পতিবার রাত ১১টাতেই বন্ধ হয়েছে শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। মাটির প্রায় ২০ মিটার গভীরে চলতে শুরু করেছে টিবিএম। নির্বিঘ্নে ৮০০ মিটার পথ পার করতে পারলেই উর্বীর দায়িত্ব শেষ হবে। ফিরতি সুড়ঙ্গ কাটতে গিয়ে যাতে দেড় বছর আগের বউবাজার সোনা পট্টির মতো ঘটনা না হয়, সে জন্য সতর্ক প্রযুক্তিবিদরা। মাটির নীচে যন্ত্রের চাপ ও গতির উপযুক্ত সমন্বয়ে যাতে গোলমাল না হয়, সে দিকে বিশেষ নজর থাকছে সবার।
কেএমআরসিএল-এর পক্ষ থেকে প্রকল্পের ভারপ্রাপ্ত বিশ্বনাথ দেওয়ানজি বলেন, 'প্রতি মুহূর্তেই আমরা সতর্ক। পুরো জায়গা জুড়ে সয়েল টেস্ট করা হয়েছে। যেখানে প্রয়োজন মাটি শক্ত করতে গ্রাউটিং করা হয়েছে।'
প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, মাটির নীচ দিয়ে টিবিএম যন্ত্র যাওয়ার সময় উড়ালপুলের উপরেও সর্বক্ষণ নজর রাখা হবে। সেতুর পিলারের কোনও অংশ বসে বা হেলে যাচ্ছে কি না, অনবরত খেয়াল রাখা হচ্ছে। সেতুর উপর চাপ কমাতেই ১৯ তারিখ সকাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। রাস্তার ধারের পুরোনো বাড়িগুলো যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেও বিশেষ নজর রাখছেন কেএমআরসিএল-এর কর্তারা।

 


বিষয়: শিয়ালদহ


আপনার মূল্যবান মতামত দিন:


Top