সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিক : মু: মাহবুবুর রহমান 


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২১ ১৯:১৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৩:৪০

ছবিঃ বাবা মায়ের সাথে জেইন সিদ্দিক   

 

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে প্রথমবারের মতো নারী ভাইস প্রেসিডেন্ট মনোনীত করে দক্ষিণ এশিয়ার মানুষের মন জয় করেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার উপদেষ্টা তালিকা প্রকাশ করে বাংলাদেশী অভিবাসীদের আরও বড় চমক উপহার দিলেন তিনি। হোয়াইট হাউজে বাইডেনের প্রশাসনে ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক জেইন সিদ্দিক। 

বুধবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে তাঁর নাম ঘোষণা করে বাইডেনের ট্রানজিশন টিম। সেদিন জেইন সিদ্দিক ছাড়াও হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আরও কয়েকজনের  নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে জো বাইডেনের হোয়াইট হাউজ প্রশাসনে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন জেইন সিদ্দিক।   

জেইন সিদ্দিকের এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক সংবাদ মাধ্যমকে বলেন, “জেইন অত্যন্ত মেধাবী একজন মানুষ। দীর্ঘ দিন যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন দায়িত্বে তার প্রমাণ দিয়েছেন। তার এ নিয়োগ অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের জন্য বড় একটি সুসংবাদ।” 

 

গত বছর কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন জেইন সিদ্দিক। তার আগে বেটো ওরোকসের প্রেসিডেন্সিয়াল প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কমলা হ্যারিসের সিনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি এ্যাডভাইজারও  ছিলেন জেইন। 

বাংলাদেশী অভিবাসী পরিবারের সদস্য হলেও জেইন সিদ্দিকের জন্ম ও বেড়ে ওঠা নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাশ করার পর ইয়েল ল’স্কুল থেকেও আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন তিনি। জেইনের কর্মজীবন শুরু হয় ইউএস সুপ্রিম কোর্টের জজ এলেনা কাগান এবং ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সঙ্গে কাজের মধ্য দিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিংটন অ্যান্ড সাটক্লিফ এলএলপিতেও অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন। 

মূলত মার্কিন ডেপুটি চিফ অব স্টাফের ‘সিনিয়র এডভাইজার’ পদে নিযুক্ত হচ্ছেন জেইন সিদ্দিক। দায়িত্ব পালন করবেন হোয়াইট হাউজে বাইডেন-হ্যারিস ট্রাঞ্জিশন কমিটিতে ‘অর্থনীতি ও স্বরাষ্ট্র বিভাগের’ প্রধান কর্মকর্তা হিসেবেও। বাংলাদেশী বংশোদ্ভূত এই প্রথম কোন মার্কিন নাগরিক বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন পদ লাভ করলেন। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছিলেন, তাঁর প্রশাসন হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রশাসন। এখন পর্যন্ত সে কথা রেখেছেন তিনি। মন্ত্রিসভাসহ প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে বহু প্রথমের জন্ম দিয়েছেন বাইডেন। বাংলাদেশি জেইন সিদ্দিকও এ তালিকায় যুক্ত হলেন। এই বৈচিত্র্যময় কর্মকর্তারা মার্কিন প্রশাসনকে অনেক বেশি বেগবান ও জনমুখী করবে বলে আশা করা হচ্ছে। 

 

মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top