রাজ্যে বিগত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি চলছে
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৮
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:০৩

প্রভাত ফেরী: বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি, এমন খবর দিলেন আবহাওয়াবিদরা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। চলতি সপ্তাহে রাজ্য়জুড়ে বজায় থাকবে শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া অফিস।
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। কিন্তু উত্তুরে হাওয়ার প্রভাবে ফের কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
মেঘ কাটলেই আবারও নামবে তাপমাত্রার পারদ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ দিন রাজ্যের ১৪টি জেলায় চলবে শৈত্যপ্রবাহ। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে দাপট দেখাবে শীত। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে শৈত্যপ্রবাহ চলবে। যদিও খুব বেশিদিন বজায় থাকবে না শীত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার হওয়ার পরেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
কিন্তু ফেব্রুয়ারি মাসে শীতের এই মতিগতি কতটা স্বাভাবিক? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সাধারণত বজায় থাকে শীতের আমেজ। সেক্ষেত্রে এই পারদ পতন অস্বাভাবিক নয়। উত্তুরে হাওয়ার প্রভাবে কমেছে তাপমাত্রা।
অন্যদিকে এদিন সকালে শহর কলকাতা কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। বিহার সংলগ্ন মালদা, উত্তর দিনাজপুরে জারি ঘন কুয়াশার সতর্কবার্তা। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে মেঘমুক্ত। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসম বিভাগ সূত্রে খবর, উত্তর-পশ্চিম ও মধ্যভারতে আগামী ৪৮ ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ডে ৫ ও ৬ তারিখ হতে পারে বৃষ্টিপাত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: