সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


বকখালিতে ফের ট্রলার ডুবি দুর্ঘটনা


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ২০:০৩

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১৪:০৭

 

প্রভাত ফেরী: বকখালিতে এবার জম্মু দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটি যাতে পুরোপুরি ডুবে না যায়, সে জন্য সেখানে হাজির হয়েছিল অন্য ট্রলার। চলছে উদ্ধার কাজ।
ইতিমধ্যে বেশ কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, 'তারা মা' নামে ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি। এসময়ই দুর্ঘটনা ঘটে।
মৎস্যজীবীরা জানাচ্ছেন, ১৪ জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন। ট্রলারটি ঘোরাতে গিয়েই জলের তোড়ে সেটি উলটে যায়। আশেপাশের ট্রলারের মৎস্যজীবীদের নজরে আসতেই তাঁরা এসে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ট্রলারটি পুরোপরি জলের তলায় ডুবে যায়। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। বাকিদের এখনও উদ্ধার করা সম্ভব হয়েছে কি না তা জানা যায়নি।
প্রসঙ্গত, আবহাওয়া খারাপ থাকার কারণে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয় ট্রলারটি। জানা গিয়েছে, ব্রজ বল্লভপুরে ওই ট্রলার মালিকের বাড়ি।
কদিন আগেই হলদি নদীতে ট্রলার ডুবির জেরে এক মৎস্যজীবীর মৃত্যু হয়। আগের সপ্তাহে শনিবার রাতে হুগলি নদীতে ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল ১৩ জন মৎস্যজীবীর একটি দল। নন্দীগ্রামের কেন্দামারির গঙ্গাঘাটের কাছে নোঙর করার সময় আচমকা পাড়ে থাকা পলিতে ধাক্কা লেগে উল্টে যায় ওই ট্রলারটি। মৃত্যু হয় প্রদীপ মান্না নামে এক মৎস্যজীবীর।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top