দুয়ারে সরকারের দিন ঘোষণা করলেন মমতা
 প্রকাশিত: 
 ২৩ জুলাই ২০২১ ০০:৩৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৬:০৫
 
                                
প্রভাত ফেরী: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দুয়ারে সরকারের প্রথম দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ তারিখ থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ মাস জেলায় জেলায় চলবে এই কর্মসূচি। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার দিনও ঘোষণা করেছেন তিনি। ১ সেপ্টেম্বর থেকেই নিজের নিজের অ্যাকাউন্টে টাকা পাবেন বাংলার গৃহিনীরা। প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি ভোটের আগেই দিয়েছিলেন তিনি। ১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকার একুশের ভোটে যােক বলে মমতার মাস্টার স্ট্রোক ছিল দুয়ারে সরকার। বিজেপির অর্ধেক ভোট প্রায় এক ঝটকায় কমিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখনই জানিয়েছিলেন ক্ষমতা. এলে আবার দুয়ারে সরকার করবেন। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন আগামী ১৬ অগাস্ট থেকে ফের রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা। স্বাস্থ্যসাথীর জন্যেও আবেদন করতে পারবেন সকলে।
বিষয়: মমতা পশ্চিমবঙ্গ সংবাদ

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: