সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে নিউজিল্যান্ড, লকডাউন আগামী মঙ্গলবার পর্যন্ত : মু: মাহবুবুর রহমান


প্রকাশিত:
২২ আগস্ট ২০২১ ১৮:০৫

আপডেট:
২২ আগস্ট ২০২১ ১৮:১৫

 

দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় করোনামুক্ত থাকার পর গত মঙ্গলবার (১৭ আগস্ট) একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হলে দেশজুড়ে তিনদিনের লকডাউন ঘোষণা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। কিন্তু ঐ ব্যক্তি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত থাকায় এবং গত তিন দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩১ এ দাঁড়ালে শুক্রবার, (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে লকডাউন আগামী মঙ্গলবার পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

এবারের সংক্রমণে গত মঙ্গলবার প্রথম যে ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছিলো, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন ৫৮ বছর বয়সী ঐ ব্যক্তি ডেল্টায় আক্রান্ত। এটাও নিশ্চিত হওয়া গেছে যে তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডে প্রবেশ করেছেন। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে প্রথম দিককার শনাক্তের ঘটনা ঘটলেও শুক্রবার রাজধানী ওয়েলিংটনেও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

প্রেক্ষিতে পুরো দেশজুড়ে লকডাউন অর্থাৎ ‘লেভেল ৪’ জারি রয়েছে। নিউজিল্যান্ডে ‘লেভেল ফোর’ করোনা সতর্কতার সর্বোচ্চ স্তর। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও অফিস বন্ধ এবং শুধু জরুরি সেবাগুলো চলমান থাকে। সবাইকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়েছে আর অতি প্রয়োজনে বের হতে হলে তাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। e

করোনার শুরু থেকেই সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে পেরেছে নিউজিল্যান্ড। গতবছর করোনার শুরু থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মাত্র ২৬ জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি দেশটিতেও টিকা কার্যক্রম চলছে।

 

মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top