করোনার নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠক


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০৮:২৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:০০

 

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকা ছাড়াও হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় করোনার এ ধরন পাওয়া গিয়েছে।

সার্স-কোভডব্লিউএইচও-২ এর ভেরিয়েন্ট বি.১.১.৫২৯ নিয়ে ডব্লিউএইচও প্রতিনিধির কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খোদ দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক তুলিও ডি অলিভেরা এ উদ্বেগ জানান। এরপর জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএইচও। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা নতুন স্ট্রেনটিকে ‘উদ্বেগ’ বা ‘আগ্রহ’ হিসেবে চিহ্নিত করা উচিত কি-না তা নিয়ে আলোচনা করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে ভালোভাবে জানতে আরো কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। বিজ্ঞানীরা বলছেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভ্যারিয়েন্ট এটি। এরই মধ্যে এই ভ্যারিয়েন্টের মিউটেশন সংখ্যা অনেক বলে জানা গেছে। আর নতুন এই ভ্যারিয়েন্টটি ভ্যাকসিনবিরোধী কি না এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এরই মধ্যে ভ্যারিয়েন্টটির ১০০ সিকুয়েন্সের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অলিভেরা বলেন, নতুন ধরনের বেশি সংখ্যক মিউটেশন রয়েছে, যা রোগের দ্রুত বিস্তারের ঝুঁকি তৈরি করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top