সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


অগ্নুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১৩


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০০:২০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:২৪

 

প্রভাত ফেরী: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় বহু মানুষ দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং অর্ধশত লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় আজ রোববার (৫ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, অগ্ন্যুৎপাতের পর বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রামগুলো ছাইয়ে ঢেকে গেছে। আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা লুমাজাং জেলার উপ-প্রধান ইন্দাহ আম্পেরওয়াতি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের কারণে দগ্ধ হওয়া অনেককে পেনাঙ্গলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত জানুয়ারিতে সুমেরু আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছিল। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তথ্যসূত্র: সিএনএন, আল-জাজিরা, এনডিটিভি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top