হতে পারে তুষারপাত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২১ ২২:৪৮
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:৩০

প্রভাত ফেরী: ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) দুর্যোগ কেটে গিয়েছে। এদিন থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। এদিন সকালে শীতের অনুভূতি থাকলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের থেকে বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা সামান্য বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মতেই দক্ষিণবঙ্গেও আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝধারি বৃষ্টিপাত হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুতে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। যার জেরে ৮ এবং ৯ ডিসেম্বর বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, গুজরাত, মধ্যভারত এবং পূর্ব ভারতে আগামী দিন কয়েকে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগামী দিন তিনেক পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর প্রদেশে কোনও কোনও জায়গায় সকালের দিকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী তিন থেকে চারদিন সারা দেশে আবহাওয়ার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বিষয়: কলকাতার তাপমাত্রা
আপনার মূল্যবান মতামত দিন: