পাঁচ মাস ধরে অনশন করা ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২২ ০০:২৫

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২২:৩১

 

প্রভাত ফেরী: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকের প্রতিবাদে ১৪১ দিন, অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে অনশন করা ফিলিস্তিনি বন্দি হিশাম আবু হাওয়াশকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তার আইনজীবী বলেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর অনশন ভাঙতে রাজি হয়েছেন হিশাম।
৪০ বছর বয়সী হিশামসহ কয়েকজন ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে অনশন করছেন।
অ্যাডমিনিস্ট্রেটিভ আটকদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়, তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানেন না এবং তাদেরকে আদালতে নিজেদের রক্ষা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না।
মঙ্গলবার হিশামের আইনজীবী জাওয়াদ বলেন, ইসরায়েল তাকে (হিশাম) আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার অঙ্গীকার করার পর তিনি অনশন ভাঙতে রাজি হয়েছেন।
তবে এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


Top