গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গ ও কলকাতায় কমেছে সক্রিয় কোভিডরোগী


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২২ ২১:৫৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০০:৫৩

 

প্রভাত ফেরী: ডিসেম্বরের শেষ সপ্তাহে, ভারতের তিনটে শহর দিয়ে শুরু হয়ে গিয়েছিল করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ। সেগুলি হল দিল্লি, মুম্বই এবং কলকাতা। তিন শহরেই হুহু করে বাড়ছিল দৈনিক সংক্রমণ। ক্রমে তা কলকাতার থেকে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলেও।

তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সুফল এখন পাচ্ছে পশ্চিমবঙ্গ। কারণ দেশের বেশিরভাগ রাজ্যে যখন সংক্রমণ কমার খুব একটা ইঙ্গিত নেই, তখন পশ্চিমবঙ্গে হুহু করে কমে যাচ্ছে করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য বলছে গত এক সপ্তাহে রাজ্যে সক্রিয় করোনারোগীর সংখ্যা ৬৬ হাজার কমেছে, কলকাতায় প্রায় সাড়ে ২৭ হাজার।

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছেছিল গত ৯ জানুয়ারি, রবিবার। সে দিন রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ২৪ হাজারের বেশি মানুষ। তার পর থেকেই রাজ্যে দৈনিক সংক্রমণ কমতে শুরু করে। আর সক্রিয় রোগীর নিরিখে রাজ্য চূড়া ছোঁয়ে তার পরের রবিবার। ১৬ জানুয়ারি রাজ্যে সক্রিয় করোনারোগী ছিলেন ১ লক্ষ ৬০ হাজার ৩০৫ জন।

পরের দিন থেকেই কমতে শুরু করে সক্রিয় রোগীর সংখ্যা। কারণ দৈনিক সংক্রমণকে ছাপিয়ে যেতে থাকে সুস্থতার সংখ্যাটি। প্রথম দিকে তো তাও এক-দেড় হাজার করে সক্রিয় রোগী কমছিল। কিন্তু এখন দিনে ১১-১২ হাজার সক্রিয় রোগী কমছে গড়ে।

এর ফলে রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৯৪ হাজার ৫৩৫ জন। অর্থাৎ গত এক সপ্তাহে রাজ্যে সক্রিয় রোগী কমেছে ৬৫ হাজার ৭৭০ জন।

অন্যদিকে, সক্রিয় রোগীর নিরিখে কলকাতার চূড়া পৌঁছেছিল সেই ১৬ জানুয়ারিই। সে দিন শহরে সক্রিয় রোগী ছিলেন ৫১ হাজার ৫১৫ জন। সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে যে শহরে সক্রিয় রোগী রয়েছেন ২৪ হাজার ৫০ জন। অর্থাৎ এক সপ্তাহে শহরে সক্রিয় রোগী কমেছে ২৭ হাজার ৪৬৫ জন।

তবে কলকাতাই শুধু নয়, দক্ষিণবঙ্গের সর্বত্রই দ্রুততায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। উত্তরবঙ্গে অবশ্য সেই ধারাটা এখনও সে ভাবে শুরু হয়নি।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top