সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২ ০০:৩৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২২ ০০:৪২

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুইদিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে তিনি ঢাকায় আসছেন বলে সূত্রে জানা গেছে।

আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

রবিবার (২৪ এপ্রিল) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। সঙ্গত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top