সলোমন দ্বীপপুঞ্জে বিদেশি সামরিক জাহাজের ওপর আচমকা নিষেধাজ্ঞা


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৩:৪৩

 

বিদেশি সামরিক জাহাজের ওপর আচমকা নিষেধাজ্ঞা জারি করেছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ। এই দ্বীপরাষ্ট্রের হনিয়ারা বন্দরে বিদেশি সামরিক জাহাজ ভেড়ানোয় নিষেধাক্কা কেন্দ্র করে দেশটির প্রতি চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের ভীতি সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদএন এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

এদিকে একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএনআই প্রতিবেদনে জানায়, এই দ্বীপরাষ্ট্রটিকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ বন্দর ও সৈন্য মোতায়েন করেছে চীন।

দেশটির আঞ্চলিক সার্বভৌম অধিকার বজায় রাখতে সম্প্রতি দুটি আন্তর্জাতিক যুদ্ধজাহাজ বন্দরে ভেড়ানোয় নিষেধাক্কা জারি করে সলোমন দ্বীপপুঞ্জ। যার মধ্যে একটি ব্রিটিশ পেট্রোল বোট এইচএমএস স্পে এবং আরেকটি ইউএস কোস্ট গার্ড কাটার অলিভার হেনরি।

এদিকে বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের দ্বিতীয় ধাক্কা এটি। যদিও পূর্বে ফাঁস হওয়া একটি নিরাপত্তা চুক্তিতে চীনের সামরিক জাহাজ ও সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছিল সলোমন দ্বীপপুঞ্জের সরকার।

অপরদিকে আস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জাতীয় নির্বাহী পরিচালক ড. ব্রাইস ওয়েকফিল্ড অস্ট্রেলিয়া ভিত্তিক একটি সংবাদমাধ্যমে বলেন, এখনই কোন সিদ্ধান্তে আসার সময় হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top