মত পাল্টালেন ইলন মাস্ক, ইউক্রেনকে দেবেন ফ্রি ইন্টারনেট সেবা
 প্রকাশিত: 
 ১৭ অক্টোবর ২০২২ ১১:২২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৩৭
 
                                
অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে পারবেন না- বলার এক দিন পরেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক ঘুরে দাঁড়ালেন। জানালেন তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালিয়ে যাবেন।
এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘যদিও স্টারলিংক এখনো অর্থ হারাচ্ছে এবং অন্য কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে। এরপরেও ইউক্রেন সরকারকে বিনা মূল্যে ইন্টারনেটে অর্থায়ন করতে থাকব।’
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক গত শুক্রবার ইলন মাস্ক বলেছিলেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান চেয়েছে। এরপরেই পেন্টাগনের সাথে বৈঠক করেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা পোস্টেও বিনা মূল্যে ইউক্রেনে ইন্টারনেট সেবা দিয়ে যাবেন বলে জানান তিনি।
স্টারলিংকের ইন্টারনেটের কারণে ইউক্রেনের সামরিক বাহিনী এবং জনগণ অনলাইনে যুক্ত থাকতে পারেন। ইউক্রেন বলছে, রাশিয়ান হামলার পরে অবকাঠামো পুনরায় চালু করতে সাহায্য করছে এই ইন্টারনেট সেবা।
ইলন মাস্কের ইন্টারনেট ব্যবহার করে সুবিধা পেয়েছেন বেসামরিক নাগরিক এবং ইউক্রেনের সেনারা। এ সেবা ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন সাফল্য পেয়েছেন তারা।
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ইউক্রেনে সেবা দিতে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন তিনি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স গত মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে বলেছে, তারা ইউক্রেনের স্টারলিংক পরিষেবায় অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যেতে পারে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেয়া বন্ধ করতে হতে পারে।
পেন্টাগনের কাছে ইলন মাস্ক গত সেপ্টেম্বরে চিঠিটি পাঠিয়েছেন। সিএনএনের হাতে সেই চিঠি আছে। চিঠিতে বলা হয়েছে, স্টারলিঙ্ক এতদিন সেবা দেয়ার জন্য কোনো তহবিল চায় না। স্পেসএক্স বলেছে, বছরের বাকি সময়ের জন্য ১২০ মিলিয়ন ডলারের বেশি খরচ হবে। পরবর্তী ১২ মাসের জন্য ৪০০ মিলিয়ন ডলারের কাছাকাছি খরচ হতে পারে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: