সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


জিনজিয়াং ছাড়ার আহ্বান জার্মান প্রতিষ্ঠান বিএএসএফকে


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬

আপডেট:
৫ মে ২০২৪ ১৯:৫২

 

বিশ্বের বিভিন্ন স্থানের বেশ কয়েকজন রাজনীতিবিদ জার্মান রাসায়নিক উৎপাদক বিএএসএফকে চীনা প্রদেশ জিনজিয়াং ছাড়ার আহ্বান জানিয়েছেন। উইঘুরদের নির্যাতনের সাথে সংশ্লিষ্ট থাকায় তারা এই আহ্বান জানান।


রাজনীতিবিদদের এই দলটি বিএএসএফের চেয়ার মার্টিন ব্রুডারমুলারকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান বলে গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।


রাজনীতিবিদেরা বলেন, তদন্তে দেখা গেছে যে ২০১৮ ও ২০১৯ সালে বিএএসএফের চীনা অংশীদার কোম্পানি জিনজিয়াং মার্কর ক্যামিক্যাল ইন্ডাস্ট্রি এবং তাদের সাথে চীনা রাষ্ট্রীয় কর্মকর্তারা উইঘুরদের বাড়ি বাড়ি সফর করে। মানবাধিকার গ্রুপগুলো অভিযোগ করেছে, লোকজনের ওপর গুপ্তচরবৃত্তি করা এবং তাদেরকে বিশেষ মতবাদে দীক্ষিত করার জন্য তারা এ কাজ করেছে।

এই সফরগুলো ছিল ফাঙঝুইজু ক্যাম্পেইনের অংশবিশেষ। এতে সরকারি সংস্থা, রাষ্ট্রীয় উদ্যেগ এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকতৃারা উইঘুর এবং অন্যান্য সংখ্যালগুদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং লোকজনের আচরণ লক্ষ্য করে।

হিউম্যান রাইটস ওয়াচ এ ধরনের সফরকে আক্রমণাত্মক হিসেবে অভিহিত করেছে।

বিএএসএফ জিয়ানজিয়াংয়ে দুটি রাসায়নিক কারখানা পরিচালনা করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top