সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


মার্ভ প্রযুক্তি-নির্ভর অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা ভারতের


প্রকাশিত:
১২ মার্চ ২০২৪ ১৪:১৬

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০৯:৩৬

 

মার্ভ প্রযুক্তি-নির্ভর অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। এর ফলে দেশটি এখন চীন এবং এমনকি ইউরোপের একাংশের ওপরও পরমাণু হামলা চালাতে পারবে। ভারত সোমবার যে মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তির (এমআইআরভি বা মার্ভ) মাধ্যমে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক ফ্লাইটে সাফল্য পেয়েছে তা বিশ্বের গুটিকয়েক দেশের হাতে আছে।
ওই পরীক্ষামূলক ফ্লাইটের পরে মার্ভ প্রযুক্তি-নির্ভর অগ্নি-৫ মিসাইলের যে ছবি প্রকাশ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও), তাতে সাধারণ মিসাইলের সাথে ফারাকটা স্পষ্ট দেখা গিয়েছে। সাধারণ অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের মুখটা ছুঁচালো। সেখানে মার্ভ প্রযুক্তি-নির্ভর অগ্নি-৫ মিসাইলের মুখটা দেখলে মনে হবে যে তুবড়ে আছে। বিশেষজ্ঞদের মতে, একাধিক অস্ত্র যাতে রাখা যায়, সেজন্য ওরকমভাবে মার্ভ প্রযুক্তি-নির্ভর অগ্নি-৫ মিসাইল তৈরি করা হয়েছে। অগ্নি-৫ মিসাইল প্রায় ৫,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।


মার্ভ প্রযুক্তি আদতে কী?
সাধারণ মিসাইলের থেকে অনেক বেশি ধ্বংস সাধন করতে পারে মার্ভ প্রযুক্তি-নির্ভর ক্ষেপণাস্ত্র। কারণ সাধারণত কোনো মিসাইলের মাধ্যমে একটি জায়গায় হামলা চালানো হয়। কিন্তু 'মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল'-র মাধ্যমে একটি মিসাইল ছুড়ে একইসাথে একাধিক জায়গায় চালানো যায়।

বিশেষজ্ঞদের বক্তব্য, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা অত্যন্ত কঠিন কাজ। এতদিন প্রতিটি ‘টার্গেট’-র জন্য একটি করে মিসাইল ছুড়তে হয়। এখন সেটা করতে হবে না। বরং একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে অনেক জায়গায় হামলা চালানো যাবে। এই প্রযুক্তি ভূ-আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top