সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় ইরানি ড্রোন ধ্বংস ইসরায়েলের


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০০:১১


ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জেরে প্রতিশোধমূলক এই পদক্ষেপ নেয় ইরান। এক বিবৃতিতে ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, প্রায় সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করার জন্য মার্কিন বাহিনী ওই অঞ্চলে রয়েছে।


এ ছাড়া ইসরায়েলে অবস্থিত মার্কিন বাহিনীর স্থাপনাগুলো সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার রাতের এই হামলায় দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় সীমান্তের বাইরে তা প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটিসহ কয়েকটি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। সেখানে অবকাঠামোগুলোর হালকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।


এক হাজারজনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং ইরানের হামলার কারণে মানুষের জমায়েত সীমিত রাখা হবে।
এদিকে ইসরায়েলে ইরানের হামলার কারণে নিজ নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক, জর্দান ও লেবানন। ইরাকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশের আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ থাকবে। কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না। ট্রানজিটও বন্ধ থাকবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top