সিডনী শনিবার, ২৭শে জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১


ঘূর্ণিঝড় রেমাল: কলকাতায় একজনের মৃত্যু, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি


প্রকাশিত:
২৭ মে ২০২৪ ১৭:০৫

আপডেট:
২৭ জুলাই ২০২৪ ১০:০৩

বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় রেমাল ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসিহ রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়াও কলকাতার এন্টালি এলাকার বিবির বাগানে মাথায় সিমেন্টের চাঁই পড়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

গতকাল রোববার (২৬ মে) সন্ধ্যার পর থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতাসহ রাজ্যের উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। এতে সাগরদ্বীপসহ ক্যানিং, পাথর প্রতিমা, বকখালি, মৌসুন দ্বীপ, ফ্রেজারগঞ্জের বিভিন্ন সড়কে অনেক গাছ ভেঙে পড়েছে।


এছাড়াও অনেক জায়গায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি, মাটির ঘরবাড়ি, বাঁধ ভেঙে পড়েছে।

পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ‘রেমালের আঘাতে কয়েকটি জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমার উড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সড়কে পানি জমেছে। গাছ ভেঙে পড়েছে।’


এদিকে গতকাল রোববার বাংলাদেশ সময় রাত আটটার দিকে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে শুরু করে রেমাল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top