প্রতিবেশীদের দোষারোপ করা ইসলামাবাদের ‘পুরনো রীতি’: ভারত
প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫ ১০:৪০
আপডেট:
১৬ জানুয়ারী ২০২৫ ২০:৪৭
![ফাইল ছবি](https://provatferi.com.au/uploads/shares/2025/PF-2025-01-07-10-40-32.jpg)
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের ওপর আঘাত আসায় নিন্দা জানিয়েছে ভারত। ২৪ ডিসেম্বরের ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিন্দা জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আফগান বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি বিমান হামলার প্রতিবেদন লক্ষ্য করেছি এবং এর তীব্র নিন্দা জানাই।" তিনি আরও বলেন, "যেকোনো নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা অনুচিত এবং আমরা এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করি।"
অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস হিসেবে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। এসময় তিনি আফগানিস্তানের মুখপাত্রের প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য করেন, যেহেতু আফগানিস্তানও পাকিস্তানকে এ বিষয়ে কঠোরভাবে সমালোচনা করেছে।
এদিকে, ভারত সরকারের এই অবস্থান পাকিস্তানের জন্য একটি কঠিন বার্তা, যা এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: