রসায়নে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের তিন রসায়নবিদ
প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ২৩:৩৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩২

প্রভাত ফেরী ডেস্ক: রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এবছর রসায়নে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের তিন রসায়নবিদ। বুধবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি।
তারা হলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জন বি গুডএনাফ, বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের এম স্ট্যানলি এবং মেইজো বিশ্ববিদ্যালয়ের আকিরা ইয়োশিনো। তাদের সম্মানী হিসেবে ১১ লাখ মার্কিন ডলারও দেওয়া হচ্ছে।
তাদের মধ্যে অধ্যাপক জন বি গুডনাফ গড়েছেন নতুন এক ইতিহাস। তিনি ৯৭ বছর বয়সে নোবেল পাচ্ছেন তিনি। আজ পর্যন্ত এত বয়সে কেউ নোবেল পাননি। সেদিক থেকে জন বি গুডএনাফ ইতিহাস লিখলেন।
লিথিয়াম আয়ন ব্যাটারির কারণেই বহনযোগ্য ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সহজ হচ্ছে। মোবাইল ফোন, পেসমেকার, ইলেকট্রিক কারের ব্যবহারের পথ তৈরি করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি।
রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ তিন বিজ্ঞানী। ১৯৭০ সালের শুরুর দিকে স্ট্যানলি হুইটিংহ্যাম প্রথম কার্যকরী লিথিয়াম ব্যাটারি তৈরি করেন। ব্যাটারি থেকে ইলেকট্রন ত্যাগের জন্য প্রচুর লিথিয়াম ব্যবহার করা হয়।
চলতি বছর নোবেল পুরস্কার:
৭ অক্টোবর দেওয়া হয়েছে চিকিৎসাবিজ্ঞানে নোবেল। কোষে অক্সিজেনের সরবরাহ নিয়ে গবেষণার জন্য চলকি যৌথভাবে নোবেল জিতেছেন উইলিয়াম জি. কেইলেন, স্যার পেটার জে রেটক্লিফ ও গ্রেগ এল সেমনেজা।
৮ অক্টোবর নোবেল দেওয়া হয় পদার্থবিজ্ঞানে। মহাকাশ নিয়ে গবেষণা ও পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল জিতেন জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজ।
৯ অক্টোবর নোবেল দেওয়া হয় রসায়নে । রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এ নোবেল পান জন বি গুডএনাফ, এম স্ট্যানলি এবং আকিরা ইয়োশিনো।
আজ ১০ অক্টোবর ঘোষনা করা হবে সাহিত্য, ১১ অক্টোবর শান্তিতে ও ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: