সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বন্দুকধারীর হামলা, নিহত ৬


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০১৯ ২২:৪৯

আপডেট:
১২ ডিসেম্বর ২০১৯ ২২:৩১

ছবি: রয়টার্স

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ জার্সি শহরের গ্রিনভাইল এলাকায় এ গোলাগুলি ঘটনা ঘটে। খবর-নিউ ইয়র্ক টাইমস

জার্সি সিটি পুলিশ বিভাগের প্রধান মাইক কেলি বলেছেন, নিহত পুলিশ কর্মকর্তার নাম গোয়েন্দা জো সিলস। তিনি দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। অপর নিহতদের মধ্যে মার্কেটে আসা তিন ব্যক্তি ও দুই সন্দেহভাজন বন্দুকধারী রয়েছে।

তিনি আরো বলেন, জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি বলেন, সড়ক থেকে অবৈধ অস্ত্র উৎখাতে নেতৃত্ব দিচ্ছিলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে একটি কবরস্থানে প্রথম গোলাগুলি শুরু হয়। সন্দেহভাজন হামলাকারীদের দিকে এগিয়ে যাওয়ার সময় জোসেপ সিল নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর দুই হামলাকারী একটি ট্রাকে করে সেখান থেকে একটি সুপারমার্কেটের ভেতরে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে ক্রমাগত গুলি চালাতে থাকে। ঘটনাস্থলে সোয়াট টিম এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য মোতায়েন করা হয়েছে। নিহতদের মধ্যে দু'জন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এক কর্মকর্তা বলেছেন, এই হামলায় কোনও সন্ত্রাসবাদের ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, স্থানীয় একটি সমাধীস্থলে গোয়েন্দা জো সিলস সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকানোর পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে ওই দুই বন্দুকধারী কোশার মার্কেটে ভেতরে গিয়ে গুলি ছোড়া শুরু করে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top