সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ভারতে ১৭ জনের শরীরে করোনার লক্ষণ শনাক্ত


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫২

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:১০

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: চীন থেকে ভারতে আসা অন্তত ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে সেখানকার ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস। বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদেরকে রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

চীন এবং করোনাভাইরাস আক্রান্ত অন্যান্য দেশ থেকে দিল্লিতে আসা কয়েক হাজার মানুষের শরীর পরীক্ষা-নিরীক্ষার পর ১৭ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন ভারতের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গত মাসের মাঝের দিক দিল্লি বিমানবন্দরে কয়েক হাজার মানুষের শরীর পরীক্ষা করা হয়। এ সময় ওই ১৭ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। পরে তাদের দিল্লির হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার ৭০০ জন যাত্রী চীন এবং করোনা সংক্রমিত অন্যান্য দেশ থেকে নয়াদিল্লির বিমানবন্দরে আসলে তাদের প্রত্যেককেই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা স্ক্রিনিং করেন। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় তাদেরকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

চীনের উহানের এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ভারতের ক্ষমতাসীন সরকার ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করেছে। এ ধরনের কেন্দ্র দিল্লির আরও ১১টি জেলায় স্থাপন করেছে দেশটি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top