সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


করোনা আতঙ্কে ৭০ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে ইরান


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ০৩:১৯

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫৮

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাস আতঙ্কে প্রায় ৭০ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে ইরান। ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৪ জনের। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পার্স ট্যুডে।

এদিকে ইতালির লোম্বার্ডিসহ কয়েকটি অঞ্চলে প্রায় এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে তার নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পরিবর্তে ইতোমধ্যেই নতুন একজনকে সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। করোনা ভাইরাসে ইতালিতে রোববার ১৩৩ জনসহ এখন পর্যন্ত মোট ৩৬৬ জন মারা গেছেন। দেশটিতে প্রায় ৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

তবে চীন ও দক্ষিণ কোরিয়ার সর্বশেষ পরিসংখ্যান বলছে, ভাইরাসটির প্রভাব উত্তর-পূর্ব এশিয়ায় অনেকটা কমছে। চীনে হুবেই প্রদেশে করোনা ভাইরাসের উদ্ভব হলেও সেখানে আর নতুন করে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। দক্ষিণ কোরিয়াতেও নতুন সংক্রমণের গতি কিছুটা কমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top