সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ভয়ালরূপে স্পেনে করোনা: একদিনেই ৭৬৯ জনের প্রাণহানী


প্রকাশিত:
২৮ মার্চ ২০২০ ০৩:১০

আপডেট:
৩ মে ২০২৪ ০১:৪৫

ফাইল ছবি

প্রভাত ফেরী: স্পেনে ভয়াবহ তান্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। গত একদিনেই দেশটিতে মারা গিয়েছে ৭৬৯ জন। আজ শুক্রবার (২৭ মার্চ ) এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৬৯ জন। এতে দেশটিতে করোনায় মোট প্রাণ হারালেন ৪ হাজার ৮৫৮ জন মানুষ।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ৭৬৯ জনের মৃত্যুকে স্পেনে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড বলে উল্লেখ করেছে। এর আগের চব্বিশ ঘণ্টায় স্পেনে সর্বোচ্চ ৭৩৮ জনের মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২৪ হাজার মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৮ হাজার ৬২ ০ জন। করোনায় চীনের পর সবচে দুঃসময় পার করছে ইতালি, স্পেন, ইরান ও যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে ইতালি ও স্পেন ইতোমধ্যে চীনকে ছাড়িয়ে গেছে। আর বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top