করোনা আক্রান্তের আশঙ্কায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আইসোলেশনে
 প্রকাশিত: 
 ৩১ মার্চ ২০২০ ০২:৪৬
 আপডেট:
 ৩১ মার্চ ২০২০ ২০:১০
                                প্রভাত ফেরী: বিশ্ব মহামারি করোনা ভাইরাস ইসরাইলেও হানা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে।
কারণ হিসেবে বলা হচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ৭০ বছরের নেতানিয়াহু এর আগে করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু সোমবার তার নেসেট বিষয়ক উপদেষ্টা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলে পুনরায় পরীক্ষা করান এবং কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। একই সঙ্গে তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।
সোমবার পর্যন্ত ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪৭। এদের ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫ জনের অবস্থা গুরুতর।
করোনাভাইরাস সংক্রমিত কারও সংস্পর্শে এলে দেশটির নাগরিকদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিধান রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গত সপ্তাহে জরুরি জোট সরকার গঠন করতে দেশটির পার্লামেন্টের এক অধিবেশনে অংশ নিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার ওই উপদেষ্টাও পার্লামেন্টে অংশ নেন।
তবে দেশটির একজন কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রীর স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই। কারণ তিনি করোনায় আক্রান্ত ওই উপদেষ্টার সংস্পর্শে আসেননি এবং তার সঙ্গে সাক্ষাৎও করেননি।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন, মহামারিবিষয়ক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ও তার ব্যক্তিগত কর্মীরা আইসোলেশনে থাকবেন।
ইসরায়েলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ হাজার ২৪৭ এবং মারা গেছেন ১৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলছে, বৈশ্বিক এই মহামারিতে ইসরায়েলেও হাজার হাজার মানুষ মারা যেতে পারেন। দেশটির কিছু অঞ্চলে লকডাউন ঘোষণার ব্যাপারে সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল।
বিষয়: নেতানিয়াহু ইসরাইল

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: