সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল
প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ০৪:৪২
আপডেট:
১০ এপ্রিল ২০২০ ০৪:৪৫

প্রভাত ফেরী: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। গত ৭২ ঘণ্টার ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সোয়া দুই লাখ। আর গড়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭০ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২ হাজার ৬১৮। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ হাজার ৯১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, চার লাখ ৩২ হাজার ৫৫৪। এর পরে আছে স্পেন, এক লাখ ৫২ হাজার ৪৪৬। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইতালি (এক লাখ ৩৯ হাজার ৪২২), জার্মানি (এক লাখ ১৩ হাজার ২৯৬) ও ফ্রান্স (৮৩ হাজার ৮০)।
তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৪২২ জন। মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ২৩৮। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫২ হাজার ৪৪৬। মৃতের সংখ্যায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮০ জন। এরমধ্যে ১০ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ও ইরানে মারা গেছে যথাক্রমে ৭ হাজার ৯৭ এবং ৪ হাজার ১১০ জন। উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা তিন হাজার ৩৩৭। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।
করোনা মহামারির আর্থিক ও মানবিক মূল্য নিরূপণে জাতিসংঘের এক গবেষণায় করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে দারিদ্র্য বৃদ্ধি এবং এতে ৫০ কোটিরও বেশি মানুষ দরিদ্র হয়ে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: