বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিতের নির্দেশ ট্রাম্পের
প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ২০:১৪
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৭:০১

প্রভাত ফেরী: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিন তহবিল স্থগিতের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে তার প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি করোনা সংক্রমণের প্রথম থেকেই ডব্লিউএইচও চীনের পক্ষ নিয়ে কথা বলছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, চীনে এই ভাইরাসটির উৎপত্তির পর এর মোকাবিলায় মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের দেওয়া তথ্যের ওপরেই তারা বিশ্বাস করেছে। এর অর্থায়ন বন্ধের জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি এবং এই নিষেধাজ্ঞা চলমান থাকবে।
মঙ্গলবার ট্রাম্পের এই ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হু। তবে হঠাৎ করে যুক্তরাষ্ট্র সংস্থাটিকে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বিশেষজ্ঞদের দিয়ে চীনের পরিস্থিতি যাচাই করতো এবং তাদের অস্বচ্ছতা প্রকাশ করতো, তাহলে প্রাদুর্ভাব গোড়াতেই নিয়ন্ত্রণ করা যেতো। প্রাণহানিও অনেক কম হতো। তা না করে ডব্লিউএইচও চীন সরকারের কার্যক্রমকে সমর্থন দিয়েছে। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে মনে করিয়ে দেন যে তিনি নিজেই কিছু দিন আগে ভাইরাস সংক্রমণ রোধে চীনের পদক্ষেপের প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্রে লকডাউন থাকবে কতদিন এমন প্রশ্নে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণার পরিকল্পনা 'প্রায় চূড়ান্ত' হয়েছে।
সোমবার ডোনাল্ড ট্রাম্প যখন মন্তব্য করেন যে অঙ্গরাজ্যগুলোর গভর্নররা না চাইলেও তিনি লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন, তখন তা নিয়ে তুমুল সমালোচনা হয়। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অঙ্গরাজ্যগুলোর প্রশাসনিক দায়িত্ব রাজ্যের গভর্নরদের।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: