ধূসর দিনের বাগান : সুরাইয়া চৌধুরী
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২০ ২১:৫৮
আপডেট:
১১ নভেম্বর ২০২০ ২২:০৩

আমার চোখেতে এখন শ্যাওলা সবুজ
জমছে প্রতিদিন, দিন শেষে
সমুদ্রের তলদেশে যেমন
জমে জমে শ্যাওলার বনঝোপ।
বয়সের দিনকাল বাড়তেই থাকে
জলের সবুজ দিন ক্রমে ফিকে হয়
ঘোলা জলে কাঁপে চোখ বৃদ্ধ বাতাসে।
এতো কোন জমকালো গল্পের শুরু নয়
নয় কোন বিমূর্ত কাব্য কাহিনি
এ এক মামুলি কথন - গোধুলীর।
শ্যাওলা ও ধূসরের মগ্নতা নিয়ে
তাই আমি থাকিনা বসে সারাক্ষণ।
এই ধূসর শ্যাওলা- জলে ভেসে
আমি বসে থাকি- ডুবে থাকি
ছবি আঁকি মেঘের পৃষ্ঠা জুড়ে
আনন্দ ভালবাসার পৃথিবী নিয়ে।
আমিতো ভালই আছি--
চোখের পৃথিবীতে কিছু বর্গা জমি
গড়েছি বাগান আর স্বপ্ন ফসল।
দখলে রয়েছে এক আস্ত আকাশ
নিয়ত করছি কিছু অক্ষরের চাষ
জল ঢালি, শব্দ অক্ষর ও পংক্তির
মিলঝিলে প্রতিদিন বাগান সাজাই।
বিষয়: সুরাইয়া চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: