সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

নিয়তি: আহমেদ জহুর 


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ১৯:৫৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:২৩

 

- হ্যালো, কাকে চান?
- সততাকে।
- না, সততা এখানে নেই!
- মায়া, মমতা?
- ওরাও নেই!
- দরদ, কৃপা--ওরা কোথায়?
- ওরা হারিয়ে গেছে!
- সবাই গেল কোথায়?
- জানি না ভাই, তুমি আসলে কাকেচাও, বলোতো ভাই?
- আমিতো আরো অনেককেই খুঁজছি।
- যেমন?
- মানবিকতা, ভালবাসা, আদর্শ মান-সম্মান, মর্যাদা, গৌরব, স্নেহ, শ্রদ্ধা, শালীনতা, ভদ্রতা, বিবেক, স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়-নীতি, মহত্ব, আনন্দ, বিজয় আরো অনেককে...
- এদের মধ্যে বিজয় ছাড়া কেউ এখানে থাকে না। সবার বাসায় তালা ঝুলছে!
- বিজয় আছে? কিভাবে?
- আছে তবে অপশক্তির হাতের মুঠোয়!
- হা হা হা, আমি জানতাম ওরা এক সময় টিকতে পারবে না, পালাবে!
- তুমি যে এত কাউকে চাইছো, তুমি কে হে, ভাই? কোথায় আছো?
- আমি অস্তিত্ব। পরবাসী!
- তুমি প্রবাসে কেন? পালিয়েছো?
- না, পালাইনি। ওরা তাড়িয়ে দিয়েছে।
- ওরা কারা?
- ওরা বক-ধার্মিক, অসৎ রাজনীতিক দলকানা বুদ্ধিজীবী, নীতিহীন মিডিয়াম্যান, লোভাতুর ব্যবসায়ি, বিবেকহীন চাকুরে, ভন্ড পেশাজীবী, এবং আরো কতজন! তো ভাই, তুমিকে, এখনো ওখানে কী করছো?
- আমি নিয়তি। ওরা হাজার চেষ্টা করলেও আমাকে তাড়াতে পারবে না।
- তাহলে তুমি নীরব কেন? চারিদিকেএত অপতৎপরতা, তুমি কি কিছুই দেখছো না? তোমার কি কিছুই করণীয় নেই?
- থামো, থামো। অনেক বলেছো।আমি সবকিছুই দেখছি। অনেকে সীমার নোম্যানস ল্যান্ডে। যখন পুরো সীমা লঙ্ঘন করবে, তখন ঠিকই শাস্তি দিব। ততক্ষন তুমি বেঁচে থেকো...

 

আহমেদ জহুর 
কবি, সাংবাদিক 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top