সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

বাংলাদেশে রথযাত্রা উৎসব : এস ডি সুব্রত


প্রকাশিত:
৫ জুলাই ২০২১ ২০:১৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০৬:৩৬

 

হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ হলেন জগতের নাথ বা জগতের ঈশ্বর। যিনি জগতের ঈশ্বর তার অনুগ্রহ ও কৃপা লাভ করলে মানুষের মুক্তি লাভ হবে এটা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। এই বিশ্বাস থেকেই জগন্নাথ দেবের মূর্তি নিয়ে রথযাত্রার আয়োজন করে। রথটানা, হরিনাম সংকীর্ত্তন, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরন, আলোচনা সভা, পদাবলী কীর্তন ও গীতা পাঠের মাধ্যমে বাংলাদেশে এই উৎসব পালিত হয়। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি বিখ্যাত ধর্মীয় উৎসব হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় এ উৎসব। এ উৎসবের কেন্দ্র স্থল হচ্ছে উড়িষ্যা বা ওড়িশা রাজ্যের পূরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দির। এ উৎসব  ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে।

রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু ধর্মাবলম্বীদের) দেবতা জগন্নাথ, বললাম ও শুভদ্রার তিনটি সুসজ্জিত মূর্তি রথে চেপে পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা যাত্রাকে বুঝায়। পুরীর জগন্নাথদেবের রথযাত্রা প্রতিবছর আমরা দেখে থাকি। তার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজ পরিবার আজো আছে। রাজ পরিবারের উপাধি প্রাপ্ত রাজা।

পুরীর জগন্নাথদেবের রথযাত্রা অনুসরনে বাংলায় রথযাত্রার সুচনা হয়। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রার

 প্রচলন করেন। রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে আছে......."রথস্থ বামনং দৃষ্টা পূনর্জম্ন ন বিদ্যতে"। অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে তার পূনর্জম্ন হয় না।

 

বাংলাদেশে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রথযাত্রা উৎসব হল ঢাকার ধামরাইয়ের রথযাত্রা। বাংলাদেশে অনেক আগে থেকেই রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। এ উপলক্ষে ঢাকা, ধামরাই, খুলনা বরিশাল , গোপালগঞ্জ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর সহ সারা বাংলাদেশে রথযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানে র আয়োজন করা হয়। ধামরাই অঞ্চলের যশোমাধবের রথযাত্রা বাংলাদেশে খুবই বিখ্যাত। উল্লেখ্য যে ধামরাইয়ের যশোমাধব মন্দিরে উনিশ শতকের মাঝামাঝি সময়ে সাটুরিয়া বানিয়াটির জমিদাররা ৬০ ফুট উঁচু যে যে রথ নির্মাণ করে দিয়েছিলেন যুদ্ধের সময়  পাকবাহিনী তা পুড়িয়ে দেয়। ত্রিতল বিশিষ্ট রথটি টানতে ২৭ মন ধনের দড়ি ব্যবহার করা হতো। রথযাত্রা উপলক্ষে সেখানে মাসব্যাপী মেলা হতো। এখানে প্রথম ছিল বাঁশের রথ। সর্বশেষ ২০০৬ সালে ভারত সরকারের অনুদানের মাধ্যমে ৩৭ ফুট উঁচু ও ২০ ফুট প্রস্থ কারুকাজ করা রথ তৈরি করা হয়। লোহার খাঁচার উপর সেগুন ও সাম্বল কাঠ খোদাই করে তৈরি করা হয় কারুকাজ করা রথ। এতে ১৫ টি চাকা, কাঠের তৈরি দুটি ঘোড়া এবং সারথী আছে।

নাটোরের নলডাঙ্গার মধ্যনগরে দেশের রথযাত্রা ১৫০ বছরের পুরনো। এখানে দেশের একমাত্র ১২ চাকা বিশিষ্ট পিতলের তৈরি রথে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ১৩টি মূল গেট ও ১১২ টি পিলারের সাহায্যে তৈরি দেশের সবচেয়ে বড় পিতলের তৈরি রথ এটি।

১৮ শ খ্রীষ্টাব্দ থেকে পাহাড় আর সমুদ্র ঘেরা শহর চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। চট্টগ্রামের নন্দন কাননে পাহাড়ঘেরা তুলসী দামে শ্রী শ্রী মদন মোহন নরসিংহ গোপাল জিউর মন্দিরে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার নিত্য পূজা হয়। তুলসী দামে যে পুকুর পাড়ে রথ রেখে স্নান করা হতো সে পুকুরের নাম ছিল রথের পুকুর। বর্তমানে সে পুকুরে উঠেছে বহুতল ভবন।

সিলেটে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবে হাজার হাজার মানুষ সমবেত হয় রিকাবিবাজার ঐতিহ্যবাহী রথযাত্রা প্রাঙ্গণে। এছাড়া  গাজীপুরের  মানিক্য  সাধকের রথযাত্রা, কুমিল্লার মহারাজ বাহাদুরের রথযাত্রা, যশোরের বারইখানি, রংপুরের আদিতমারীর কামার পাড়ার রথযাত্রাই উল্লেখযোগ্য। এছাড়াও সারাদেশেই এ রথযাত্রার আয়োজন করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা।

 

এস ডি সুব্রত
প্রাবন্ধিক ও লেখক
সুনামগঞ্জ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top