ভাষা (একটি অণুগল্প) : উজ্জ্বল সামন্ত


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২২ ০৫:১০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

 

আন্তর্জাতিক ফ্লাইট। একটি বাচ্চা খুব কান্নাকাটি করছে। মহিলা যাত্রী টি এয়ার হোস্টেস কে কিছু বোঝাবার চেষ্টা করছেন, দেখে মনে হয় সাহায্য চাইছেন। কিন্তু কেউ কারো ভাষা বুঝতে পারছেন না।

বাচ্চার ফিডিং বোতলটি বের করে এয়ার হোস্টেস এর হাতে দেন। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস ফিডিং বোতলে গরম জল ভরে দিয়ে যান।

বাচ্চাটির মা বেবি মিল্ক তৈরী করে বাচ্চাটিকে খাওয়ালে, কান্না থামে।

ধন্যবাদ জানান নিজের ভাষাতে। দুজনেই মৃদু হাসে। আসলে ভাষা গৌণ, সাহায্যের কোন পরিভাষা হয় না ...

 

উজ্জ্বল সামন্ত
কবি ও লেখক, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top