রাতের পূর্বের সন্ধ্যা
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০১৯ ২১:৪৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২২:০৪

হাসান মোস্তাফিজ
এককালে আবেগ ছিলো
গণিত বলতো অসংজ্ঞায়িত,
নির্জন নির্বাসনে-আয়নার নকল প্রশ্নে
ক্লান্ত হতাম বারবার-তবে কি দুর্বল আমি?
হ্যাঁ-আমি গদ্যের বেসুরা জানোয়ার।
দেয়ালও তা দেখে তীব্র উল্লাস করে
দুষ্প্রাপ্য বাক্সে বন্দি আমার অসীম প্রতিচ্ছবি,
আফসোস থেকে যায়,চাবির সন্ধানে ঝাঁপ দেই
বিভ্রম আগুনে-তালা খুলতে হবে তো বাক্সটার।
অন্ধকার-সবই বাস্তব অন্ধকার,
দেহের বিপরীত রক্তে জমে কুকুর লালার পরিহাস।
আকাশ ডেকে রাখে বিদ্রোহের পাখা
স্মৃতির প্রিয় মুহুর্তে কত পাথরের স্থাপনা
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: