সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


অবশেষে শুরু বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০১৯ ২২:১৬

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৫:৪৮

অবশেষে শুরু বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত টানা ঘণ্টা এই লিখিত পরীক্ষা দেবেন ভর্তিচ্ছুরা।      



ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ ছিল। সে অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন। এর আগে অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে কর্তৃপক্ষ তারিখ পরিবর্তন করে।



পরীক্ষা শুরুর আগে বুয়েটের নম্বর গেটে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থী অভিভাবকদের উপচে পড়া ভিড়। বুয়েট কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা করছিলেন, শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরাই ভেতরে প্রবেশ করতে পারবেন। অভিভাবকরা গেটের ভেতরে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের প্রবেশপত্র খুলে উঁচু করে তা হাতে নিয়ে গেটের দিকে এগোনোর জন্য আহ্বান করছি।



বুয়েটের এক হাজার ৬০ আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসন প্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮ জন আবেদন করেছিলেন। তার মধ্যে যাচাই-বাছাই করে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।



বুয়েটে ভর্তির আবেদন শুরু হয় গত ৩১ আগস্ট। আবেদন ও ভর্তি ফি প্রদানের শেষ দিন ছিল ৯ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় ১৮ সেপ্টেম্বর এবং আজ (১৪ অক্টোবর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষার ফল আগামী ২৬ অক্টোবর প্রকাশ করা হবে।



ভর্তি পরীক্ষার অল্প কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ১০ দফা দাবি জুড়ে দেন। তাদের দাবি মানা না হলে ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না বলেও জানান আন্দোলনকারীরা। একপর্যায়ে বুয়েট কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া মেনে নিতে শুরু করলে ১৩ ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করে আন্দোলনকারীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top