সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


পেঁয়াজের অস্থিরতা কমছেই না, আমদানি নিয়ে বেকায়দায় সরকার


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০০:১৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৬:৫০

পেঁয়াজের অস্থিরতা কমছেই না, আমদানি নিয়ে বেকায়দায় সরকার

প্রভাত ফেরী ডেস্ক: পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। দুই সপ্তাহ ধরে দামের ওঠানামা চলছে। গত মাসের শেষ সপ্তাহে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরপর চট্টগ্রামের খোলাবাজারে দাম ওঠে কেজিপ্রতি ১০০ টাকা। এমতবস্থায় কোনোভাবেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নানামুখী উদ্যোগের পর পেঁয়াজের দাম কিছুটা কমলেও ফের বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সরবরাহ বাড়ানো ছাড়া দাম কমানোর বিকল্প দেখছে না বাণিজ্য মন্ত্রণালয়। সরবরাহ বাড়ানোর জন্য আমদানির ওপর জোর দিচ্ছে সরকার।  এর মধ্যে প্রশাসনের কড়া নজরদারি এবং আগে খোলা এলসির বিপরীতে কয়েকশ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকে।



মিসর তুরস্ক থেকেও জাহাজে করে আসে পেঁয়াজ। পাশ্ববর্তী মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ বন্দরেও আসে প্রচুর পেঁয়াজ। যে কারণে গত সপ্তাহে পেঁয়াজের অস্বাভাবিক দরপতন ঘটে। মিয়ানমারের পেঁয়াজ নৌকা, ট্রলারযোগে আনার সময় পানিতে ভিজে পচন দেখা দিলে খোলাবাজারে তা ১৫-২০ টাকা কেজিতেও বিক্রি হয়। ভারতীয় পেঁয়াজ ৫৫-৬০ টাকায় নেমে আসে। কিন্তু তা ছিল সাময়িক।



এদিকে, সরকারিভাবে পেঁয়াজ বিক্রির একমাত্র প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আইনি জটিলতার কারণে কোনও পণ্য আমদানি করতে পারে না। বেসরকারি উদ্যোগে আমদানি করতে গেলে ব্যবসায়ীদের সুবিধা দিতে হবে। কিন্তু কী সুবিধা তারা চাইবেন বা সরকার তাদের কী সুবিধা দেবে, তা আলোচনা করে ঠিক করতে হবে। এজন্য প্রয়োজন হবে সরকারের ওপর মহলের সিদ্ধান্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।



মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রয়েছেন লন্ডনে। তার দেশে ফেরার কথা রয়েছে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর)। বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে পেঁয়াজ আমদানির লক্ষ্যে নানামুখী উদ্যোগের চিন্তাভাবনা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে রবিবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করলেও কোনও সিদ্ধান্ত দেননি বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের এক পর্যায়ে অনির্ধারিত আলোচনায় বিষয়টি তুলে পরবর্তী করণীয় নির্ধারণে  প্রধানমন্ত্রীর নির্দেশ চাইবেন বাণিজ্য সচিব।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top