সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবীই আমরা মেনে নেব: বুয়েট ভিসি


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০০:৩১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৪:২৫

শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবীই আমরা মেনে নেব: বুয়েট ভিসি

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য অধ্যাপক . সাইফুল ইসলাম জানিয়েছেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণে আমরা সবসময় আন্তরিক। এ বিষয়ে ইতিমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলো কাজ করছে। কমিটির তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়া হবে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য সব কথা বলেন।



উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলে আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। আমাদের সন্তানরা আমাদের কথা শুনেছে, এটি আমাদের জন্য অনেক আনন্দের। তবে আমার বিশ্বাস তারা আমাদের বাকিটুকুও শুনবে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যতটুকু পারছি আমরা করছি।



বুয়েটের হলে হলে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ভিসি বলেন, ‘শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করতে পারে। আশা করি, তারা আমাদের সহযোগিতা করবে। কারণ তাদের দাবির বিষয়ে আমরা একমত।



সময় তিনি আরো জানান, নির্দেশনা অনুযায়ী বুয়েট ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।



৯০ ভাগ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার ফাহাদ হত্যার পর নানা ঘটনার পর আজ সোমবার শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। তবে সে হত্যাকাণ্ড  পরবর্তী আন্দোলনের প্রভাব ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে পড়েনি বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম।  ৯০ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলেও জানান তিনি।



আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন বুয়েট ভিসি। সকাল ৯টায় বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথম পর্বের তিন ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।



প্রসঙ্গত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আজ দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হাজার ০৭টি আসনের বিপরীতে এই পরীক্ষায় ১২ হাজার ১৬১জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে। বুয়েটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১২টায় শেষ হবে। দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১টায় চলবে ৪টা পর্যন্ত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top