সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২০ ২২:০৫

আপডেট:
১৩ মে ২০২৪ ১৪:১৭

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। এটি চলতি সংসদের দ্বিতীয় বছরের প্রথম অধিবেশন এবং একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। আজ বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেন।

সরকারের এক বছরের কার্যক্রম ও সফলতা তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। রাষ্ট্রপতি এ ভাষণে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়েও দিকনির্দেশনা দেবেন। এই ভাষণ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

এ ছাড়া নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে যে ভাষণ দেবেন, সেটা মন্ত্রিসভায় অনুমোদন পেতে হয়। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির এ ভাষণ অনুমোদন পেয়েছে। সংসদ সচিবালয়ও ভাষণের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির আগমন সামনে রেখে সংসদ ভবনের রাষ্ট্রপতির দফতর ও অধিবেশন কক্ষ সাজানোর পাশাপাশি সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফুল ও বিভিন্ন পাতাবাহার গাছ দিয়ে সাজানো হয়েছে সংসদের ভেতর। রাষ্ট্রপতির জন্য নির্ধারিত প্রেসিডেন্ট প্লাজা দিয়ে সংসদ ভবনে প্রবেশ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার হেঁটে যাওয়ার পথে বসানো হয়েছে লাল কার্পেট।

রাষ্ট্রপতির ভাষণের আগে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন ও গৃহীত হবে। সংসদের রেওয়াজ অনুযায়ী, সংসদের কোনো সদস্য যদি মারা যান, তাহলে শোক প্রস্তাব শেষে অধিবেশন মুলতবি করা হয়। সে অনুযায়ী গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত চলতি সংসদের সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে আনীত শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবির রেওয়াজ থাকলেও বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের বিধান থাকায় অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি দিয়ে আবারও শুরু হবে। এরপর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধীদলের সদস্যরা আলোচনা করবেন। এ জন্য এই অধিবেশনের মেয়াদ দীর্ঘ হয়।

অধিবেশনের জন্য সাতটি বিল : এ অধিবেশনে তিনটি সরকারি বিল নিয়ে আলোচনা ও পাস হওয়ার কথা রয়েছে। এগুলো হলো ‘কাস্টমস বিল-২০১৯’, ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল-২০১৯’, ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯’, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০১৯’, ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০১৯’, ‘বাংলাদেশ বাতিঘর বিল-২০২০’ এবং ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল-২০২০’।

এদিকে, অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩০ জানুয়ারি এ সংসদের যাত্রা শুরু হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে।

তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে অধিবেশন শেষ হবে। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। মুজিব বর্ষের অধিবেশনে যোগ দেবেন বিভিন্ন দেশের আমন্ত্রিত স্পিকারসহ এমপিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top