সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ২৩:০০

আপডেট:
১৬ মে ২০২৪ ১৩:২৮

ছবি: সংগৃহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আজ শনিবার। এ দিন ৬ মাস থেকে ৫ বছর বয়সি প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। এ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে ও শিশুমৃত্যুর হার কমায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। সব ভিটামিন ‘এ’ ক্যাপসুল একসঙ্গে কেটে রাখা যাবে না। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরের সম্পূর্ণ তরল অংশটুকু শিশুকে খাওয়াতে হবে। কোনোভাবেই শিশুকে পূর্ণ বা গোটা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ডিএনসিসিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই। শনিবার সকালে মিরপুর সেকশন ১ এর নেকিবাড়িরটেক নগর মাতৃসদনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯০ হাজার ৬২৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। অন্যদিকে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৯ হাজার ৫৬৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। ডিএনসিসির আওতাভুক্ত ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বরিশালে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ‘এ’ ক্যাপসুল

বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ২৪৮ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৪৯ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের আওতায় এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু করে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডের ২ হাজার ২৫০টি টিকা দান কেন্দ্রে ৩ লাখ ১০ হাজার ৬৩৮ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ৬১০ শিশুকে (৬ -১১ মাস বয়সী) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ১০৫ শিশুকে নীল রঙের একটি করে (১ লাখ ক্ষমতা সম্পন্ন) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৭ হাজার ৫৩৩ জন শিশুকে লাল রঙের একটি করে (২ লাখ ক্ষমতা সম্পন্ন) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top