লকডাউন খোলার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবহনে এক সারিতে দুজনের বেশি নিলেই জরিমানা। তেমনই একটি চিত্র।


লকডাউন খোলার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবহনে এক সারিতে দুজনের বেশি নিলেই জরিমানা। এক সারিতে দুজন অর্থ্যৎ দুই সিটের একটি স্থানে একজনকে বসতে হবে। বাসে প্রবেশের সময় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।



Top