মংলা নদীর ধারে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেক পরিবার


বাঁধ না থাকায় মংলার নদী সংলগ্ন এলাকার মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করে। আকাশে মেঘ আর পশুর নদীর পানি একটু ফুঁসলেই নির্ঘুম রাত কাটে নদীর তীরবর্তী মানুষগুলোর। নদীর স্রোত আর ভাঙ্গন কেড়ে নিচ্ছে জনবসতি, মাথা গোজার ঠাই বসতভিটাও। আর এই শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেক পরিবার।



Top